কালীগঞ্জের একটি ইটের ভাটায় সন্ত্রাসী মাদকসেবক দের হাত থেকে ভাটা মালিক কে রক্ষা করলেন থানা পুলিশ।
এ ঘটনায় মেসার্স যমুনা অটো ব্রিকস এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম কালীগঞ্জ থানায় সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির অভিযোগে ৪ জনের নামে এজাহার দায়ের করলে থানা পুলিশ দ্রুত গতিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী মোহাম্মদ রাসেল কে আটক করেছে। অন্যরা পালিয়ে গেছে।
এ বিষয়ে মেসার্স যমুনা অটো ব্রিকস এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম ও মেসাস যমুনা অটো ব্রিকস এর সহকারী পরিচালক সাজ্জাদুজ্জামান মনঞ্জু কালিগঞ্জ প্রেসক্লাবে ১২ মার্চ বেলা ১১ টায় এক সংবাদ সম্মেলনে জানান কালীগঞ্জ উপজেলার ঠেকড়া গ্রামের স ম সদর উদ্দিন আহমেদের পুত্র মোহাম্মদ আতিক ইমরান মনি সে একজন নেশাগ্রস্ত সন্ত্রাসী চাঁদাবাজ তার দলবল নিয়ে দীর্ঘদিন যাবৎ ভাটা মালিকের কাছে ৩৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে।
সেই সূত্র ধরে ১১ মার্চ আতিক ইমরান মনি সহ ৩০/৩৫ সন্ত্রাসী বাহিনী নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে চাঁদার দাবিতে ভাটায় জোরপূর্বক প্রবেশ করে ভাটার ব্যবহ্রত মেশিন যন্ত্রপাতি হিসেব কাগজপত্র নগদ অর্থ লুট করে নিয়ে নেয় এবং ভাটা ভাঙচুর করে ভাটায় দায়িত্বরত লোকজন তাদের বাহির করে দিয়ে ভাটা মালিক রফিকুল ইসলামকে আটকে রাখে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা কে বিষয়টি অবহিত করা হলে তিনি ঐদিন রাতে মামলা নিয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে ভাটা মালিক রফিকুলকে উদ্ধার এবং মালামাল উদ্ধার করে ভাটা বুঝিয়ে দেয়। সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কালীগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের খুদু মোড়লের ছেলে মোহাম্মদ রাসেল( ৩০) কে আটক করে থানা পুলিশ।
রফিকুল ইসলাম আরো জানায় তার বাড়ি ঢাকা জেলার উত্তরায় তিনি সুদূর ঢাকা কালীগঞ্জে কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর মৌজার প্রকৃত জমির মালিকদের নিকট থেকে জমি লিজ নিয়ে যমুনা অটো ব্রিকস নামে একটি ইটভাটা স্থাপন করে ব্যবসা করে আসছে। কিন্তু এলাকার সন্ত্রাসী মাদকসেবী তারা প্রায় তার ভাটায় চাঁদা দাবি ও ভয়-ভীতি প্রদর্শন করে আসছে কালীগঞ্জ উপজেলার ঠেকরা গ্রামের এস এম সদর উদ্দিন আহমেদ এর পুত্র আতিক ইমরান (৩২) কলিযোগা গ্রামের খুদু মন্ডল এর পুত্র মোঃ রাসেল ( ৩০) ও মোঃ রুবেল( ২৭) ঘোনা গ্রামের আব্দুল কুদ্দুস এর পুত্র মোঃ মমিন( ৪০)সহ সন্ত্রাসী দল । তিনি পুলিশের সহযোগিতায় দ্রুত সময়ে ভাটা উদ্ধারসহ আসামি আটক হওয়য় থানা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]