কালিগঞ্জে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে প্রধান শিক্ষক ও দপ্তরীকে স্কুলে অবরুদ্ধ রাখে শতশত অভিভাবক ও স্থানীয় জনতা।
পরিস্থিতি উত্তপ্তাবস্থায় উভয়কে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার স্বরাব্দিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মিছিল করেছে বিক্ষুব্ধরা।
সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার স্বরাব্দীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওছাফুর রহমান ও একই বিদ্যালয়ের দপ্তরী সাইফুলের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ছাত্রীদের সাথে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার একাধীক অভিযোগ উঠে। এসকল অভিযোগের প্রেক্ষিতে রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা অপুসহ কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী ও অভিযোগ কারীদের নিয়ে শালিষ মধ্যস্থতার চেষ্টা চলছিল। বিপত্তী ঘটে অভিযুক্ত প্রধান শিক্ষকের নির্দোষী সেজে অনড় থাকায়। এখবর বিদ্যালয়ের অফিসক্ষের বাহিরে গেলেই ফুঁসে উঠে স্থানীয় জনতা ও অভিভাবকবৃন্দ। উত্তপ্ত পরিস্থিতির খবরে ছুটে আসেন স্থানীয় চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমসহ সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশগন।
সময় যতো গড়াতে থাকে ততো পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে। একপর্যায়ে বিষয়টি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবুকে অবহিত করেন ইউপি চেয়ারম্যান। বেলা ২ টার দিকে থানার উপ পরিদর্শক মিলন কুমারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশভ্যানে থানায় আসে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]