প্রধান শিক্ষক
বি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
অপরাধীর হাতে আজ
ঝুলিছে ন্যায়ের দন্ড-
বঙ্গবন্ধুর সোনার বাংলায়,
শাসকের বেশে লুন্ঠন
করে চলেছেই ওরা-
নির্দয় অবলীলায়।
পাপের বোঝাকে
সামলাতেই ওরা-
হাতে তুলে নিয়েছে অস্ত্র,
ক্ষমতার দাম্ভিকতায়-
ন্যায়ের প্রতিভাকে তারা
উলঙ্গ করিতেই ব্যস্ত।
ধনকুবের মালকিন সেঁজে-
ধরাকে করছে তুচ্ছজ্ঞান
পর্দার আড়াঁলে কে তাদের
সাহস যুগিয়েছে?
জাতি আজ সন্দিহান!!
এমন বাংলাকে দেখতে
চাইনি- সুফিয়া-
রোকেয়া- সাখাওয়াত!
নারী হয়ে নারীর সম্মান
নিয়তই করে চলেছো
ধূলিসাত্!
তোমারা মানুষ!
ভাবতেই যেনো বিবেকে
লজ্জাবোধ হয়,
তোমাদেরই বিষবাষ্পে
সোনালি সূর্যের
আলোক রশ্মি যেনো-
মুখ লুকিয়েই রয়।
চাইনা-‐-
তোমাদের মতো
কাল নাগিনীর
বিষধর স্পর্শের ছোঁয়া-
সোনার বাংলার বটবৃক্ষে,
অগ্নিদগ্ধে বিলীন
হয়ে যাবে অমলিন-
করুন কন্ঠে সেদিন
উচ্চারিবে বারংবার,
ধিক্কার জানাবেই সেদিন
সত্যনিষ্ঠ বজ্রকণ্ঠের ধ্বনি-
সম্মুখে থাকবে না
আলোকবর্তিকা-
পাবে না পথ পালাবার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]