ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯ জনের প্রাণহানি হয়েছে ভারতশাসিত জম্মু-কাশ্মিরে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাশ্মিরের পুঞ্চ জেলার তারারাওয়ালি বাফলিয়াজ এলাকায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে গাড়িটি খাদে পড়ে যায়।
মুহূর্তেই বিয়ের আনন্দ পরিণত হয় গভীর শোকে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও ৩ জন।
গাড়িচালকসহ আহতদের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় জেলাশাসক জানিয়েছেন, হতাহতদের নিকটাত্মীয়দের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]