শার্শার কায়বা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ হোসেন গণসংযোগ করে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার সকাল থেকে তিনি ইউনিয়নের পাড়ের কায়বা, গাজীর কায়বা, ভবানীপুর সহ বিভিন্ন গ্রাম পাড়া-মহল্লার সর্বসাধারণের কাছে যেয়ে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ হোসেনকে কাছে পেয়ে জনসাধারণ ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
একই সাথে নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ হোসেন নির্বাচনী সংহিতায় নিহত ও আহতদের পরিবারের খোঁজ খবর নেন এবং নেতাকর্মীদের ধৈর্য ধরনের আহবান জানান।
স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]