কিশোরগঞ্জের ভৈরবের দুর্জয় মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে রহস্যজনক আগুনের ঘটনা ঘটেছে। সে সময় অগ্নিদগ্ধ হয়ে বাসচালকের মৃত্যু হয়।
সোমবার (১১ জানুয়ারি) ভোর চারটায় বিসমিল্লাহ পরিবহনের ঐ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মৃত বাসচালক আবুল হোসেন (৫৫) বাসে ঘুমিয়েছিলেন।
খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। সে সময়ে বাসটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ধারণা, কয়েল থেকে বাসে আগুনের সূত্রপাত।
নিহত ড্রাইভার নরসিংদীর পলাশ উপজেলার খালিশার টেকের কিতাব আলীর ছেলে। এই নিয়ে সপ্তাহের ব্যবধানে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রকিবুল হাসান বলেন, ‘ভোর সাড়ে চারটায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিভানোর পর বাসের ভিতর থেকে আগুনে পুড়ে ছাই হওয়া ড্রাইভারের মৃতদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]