ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে রূপনা শর্মা (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মোজ্জাফফরপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার বিকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত রূপনা শর্মা এলাকার রশিক ডাক্তার বাড়ির নরসুন্দর অরুণ কুমার শর্মার স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক পুত্রসন্তানের জননী বলে জানান হাটহাজারী মডেল থানার এসআই আমিরুল মুজাহিদ।
তিনি জানান, কিছুদিন আগে রূপনা শর্মা একটি এনজিও সংস্থা থেকে প্রায় ৮ লাখ টাকা ঋণ নেন। করোনাকালীন এনজিও সংস্থার নিয়মিত ঋণের কিস্তি দিতে না পারায় তিনি মানসিক চাপে পড়ে আত্মহত্যা করেন। তিনি মূলত তার মধ্যপ্রাচ্য ফেরত স্বামীর জন্য এ ঋণ নিয়েছিলেন।
মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]