বিশ্ব বরেণ্য সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ, শচীন দেববর্মণ এবং নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আচার্য শীলভদ্রের আবাসভূমি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য সংস্কৃতির তীর্থভূমি কুমিল্লায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি বলয়ের দুই দিনব্যাপী প্রথম ‘বিশ্ব সম্মেলন’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ জুন) কুমিল্লার প্রাণ কেন্দ্র রাজা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব সম্মেলন’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি কনপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত প্রমুখ। ভারত থেকে আগত সংগঠনের প্রতিষ্ঠাতা সেবক ভট্টাচার্য্যরে নেতৃত্বে কীর্তিমান ও স্মরণীয় সাংস্কৃতিক পুরোধা ব্যক্তিত্বদের আবাসভূমিতে বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম বিশ্ব সম্মেলনে’ দেশ-বিদেশের ১৫০ জন প্রতিনিধি, মন্ত্রী, এমপি, জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ শতাধিক ব্যক্তি যোগ দেন এই সম্মেলনে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]