কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় মঙ্গলবার ফুটপাথের উপর নির্মিত ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ ও মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এই স্থাপনার কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছিলো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ জানান, কুমিল্লা নগরীর সকল ফুটপাথ ও সড়ক দখলমুক্ত করতে এক মাস ধরে অভিযান পরিচালনা করা হচ্ছে।
মঙ্গলবারও জেলা প্রশাসক মো.আবুল ফজল মীরের নির্দেশনায় এবং সিটি করপোরেশনের কারিগরি সহায়তায় নগরীর ব্যস্ততম টমছম ব্রিজ এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুমিল্লা নগরীর বেশির ভাগ ফুটপাথ দখল হয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়। পরে ওই সভায় সিদ্ধান্ত হয় নগরীর সকল ফুটপাথ দখলমুক্ত করার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]