ভ্যাপসা গরমে এক পশলা বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে জন জীবনে। ভ্যাপসা গরমের হাঁসফাঁস কাটিয়ে ঝিরঝিরে অনুভূত হচ্ছে শরীরে।
গত ১৫ দিন ধরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল জন জীবন। ভ্যাপসা গরমে অনেকেই অসুস্থবোধ করছেন। অবশেষে কুশোডাঙ্গায় স্বস্তি দিয়ে সকাল ৭ টায় আকাশ কালো করে ঝমঝমিয়ে নামে বৃষ্টি।
বৃহস্পতিবার কুশোডাঙ্গা ইউনিয়নের আশপাশের এলাকায় আধা ঘণ্টাব্যাপী এ বৃষ্টিতে শীতল হয়েছে প্রকৃতি। তবে হঠাৎ করে আসা এ বৃষ্টিতে সঙ্গে ছাতা না থাকায় কাকভেজা হয়ে যান অনেকে। বৃষ্টির অজুহাতে রিকশাচালকরাও হাঁকিয়ে নেন বাড়তি ভাড়া। কুশোডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা গেছে এমন চিত্র।
জোষ্ট ও আষাড়ের এই সময়েও গত কয়েক দিন বৃষ্টি হয়নি। প্রচণ্ড রোদের সঙ্গে বাতাস নেই। সাতক্ষীরা জেলার অনেক জায়গায় বয়ে যাচ্ছিল মৃদু তাপপ্রবাহ। এরই মধ্যে সাগরে লঘুচাপ থাকায় বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হয় কুশোডাঙ্গা বাসীর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]