কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নড়াইলের পাঁচ জন নিহত হয়েছেন।
নিহত পাঁচ জনই অ্যাম্বুলেন্সের আরোহী।
মঙ্গলবার (৩নভেম্বর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার লক্ষ্মীপুর বিন্তিপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস কবির এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী আম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। আহত হন আরো দুজন।
নিহতদের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতদের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতদের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]