কৃষক ও ইমাম সেজে অভিনব কায়দায় অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছ।
মঙ্গলবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অভিযানে অংশ নেয়া এএসআই তপন বলেন, ‘শাহিন সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন ধরে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। ২৭ অক্টোবর কুমিল্লা চৌদ্দগ্রাম থানার জিআর নং২২০/১৮ তাকে বিজ্ঞ আদালত ৬ মাসের সাজা ও আর্থিক জরিমানা করেছেন।
তিনি আরো বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]