প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৩, ৭:৩৪ অপরাহ্ণ
কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে কলারোয়ার সাথে ড্র করেছে স্বাগতিকরা
কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ১--১ গোলে ড্র করেছে কলারোয়া ফুটবলার একাদশ।
শনিবার বিকেলে স্থানীয় হাই স্কুুুল ফুটবল মাঠে সোনা মাটি যুব সংঘের আয়োজনে কলারোয়া বনাম স্বাগতিকদের মধ্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ।খেলায় উভয় দলের খেলোয়াড়রা আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলতে থাকে, খেলা শুরুর ২০ মিনিটেে কেঁড়াগাছি ফুটবল একাদশেের ৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজীব একটি গোল করে দলকে এগিয়ে নেয়, ৩০ মিনিটে কলারোয়ার ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় উজ্জ্বল গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে।
রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১--১ গোলে ড্র হয় ম্যাচটি।
খেলায় রেফারির দায়িত্বব পালন করেন এসকে সাঈদ।
বিপুদ সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল