আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই নির্বাচনে অংশ নেবে। দুই-একটা দল অংশ না নিলে সেই নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। কেউ অংশ না নিলে নির্বাচন আটকেও থাকবে না।
বুধবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি না আসলে আমি কী করব। নির্বাচনে অংশ নেওয়া আপনার অধিকার। এটা কারও দয়া নয়। আপনার অধিকার আপনি প্রয়োগ করবেন। কেউ যদি নিজের অধিকার প্রয়োগ না করে সেটার জন্য সেই দায়ী।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানের হত্যার রাজনীতি এখনো শেষ হয়নি। সেই হত্যার রাজনীতি বাংলার মাটি থেকে নির্মূল করতে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত আছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]