কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয় নিয়ে নানাবিধ ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। শান্তিপূর্ণ পরিবেশে বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি করা হয়েছে। ২৩ অক্টোবর কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বরাবর বিদ্যালয়ের শিক্ষক, কমিটির সদস্য ও ছাত্র-ছাত্রীরা লিখিতভাবে আবেদন করেছেন।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বরাবর লিখিত আবেদন সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তখন থেকে বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টিতে লেখাপড়ার মানসহ সার্বিক বিষয়ে ভালো অবস্থানে রয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সবুর অত্যন্ত সুনামের সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু গত ৫ আগস্ট সরকারের পদ পরিবর্তনের পর থেকে এলাকার একটি স্বার্থন্বেষী মহল বিদ্যালয়ের সীমানা প্রাচীর মধ্যে জোরপূর্বক ক্লাব করার পায়তারা করে আসছে। তারা ইতিমধ্যে মিথ্যা, বানোট, ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ এনে মানববন্ধন করেছে। তাছাড়া ষড়যন্ত্রকারীরা প্রতিদিন বিদ্যালয়ের পাশে জড়ো হয়ে বিদ্যালয় কার্যক্রমে বাধা সৃষ্টি এবং বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করছে। যে কারণে বিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তাছাড়া বিভিন্ন প্রকার মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ এনে আপনার দপ্তরে আবেদন করেছে।
এ ব্যাপারে ২৩ কানাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনা করার জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সদস্য ও ছাত্র-ছাত্রীরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বরাবর আবেদন করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]