ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত
যশোরের কেশবপুর পৌর সভার ২ নং ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌরসভার ২ নং ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় কালারবায়সা মোড়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান গাজী, যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল ও প্রবীণ আওয়ামী লীগনেতা আলহাজ্ব আব্দুল করিম গাজী। আওয়ামী লীগনেতা মিজানুর রহমান বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগনেতা শাহীন, পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম প্রমুখ।
পৌর মেয়র রফিকুল ইসলামের গণসংযোগ
যশোরের কেশবপুর পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে পৌর মেয়র রফিকুল ইসলাম প্রতিদিন গণসংযোগ করে চলেছেন। সোমবার সকালে ভোগতী এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগনেতা আব্দুল মাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।
রবিবার সকালে তিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের হাবাসপোল এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, বিআরডিবির চেয়ারম্যান মদন সাহা অপু, সমাজসেবক আবুল কালাম প্রমুখ।
গণসংযোগকালে পৌর মেয়র রফিকুল ইসলাম পৌরসভার অসম্পন্ন উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য আগামী নির্বাচননে তঁার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
মজিদপুর ইউনিয়নের ২নং বায়সা ওয়ার্ডে
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত
যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের ২নং বায়সা ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মজিদপুর ইউনিয়নের ২নং বায়সা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোজ তরফদারের সভাপতিত্বে ও শিক্ষক নাজমূল আলমের সঞ্চালনায় বায়সা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরো, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম ও প্রধান শিক্ষক আশরাফুজ্জামান। আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগনেতা লিয়াকত আলী খান, জয়দেব দত্ত, যুবলীগনেতা আশরাফুল, আবু সাঈদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ আব্দুর রহিম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]