যশোরের কেশবপুরে কমরেড নিজাম উদ্দিনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার গড়ভাঙ্গা বাজারে শোকসভা উদযাপন কমিটির উদ্যোগে শোকসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুতেই কমরেড নিজাম উদ্দিন স্বরণে এক মিনিট নীরবতা পালন ও পবিত্র কোরআন তেলায়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত উপজেলার ২৭ বিল পানি নিষ্কাশন কমিটির আহ্বায়ক ছিলেন। বাম রাজনীতির পাশাপাশি কৃষকদের পক্ষে বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে ব্যাপক আন্দোলন সংগ্রাম করার কারণে এলাকার মানুষের মাঝে কৃষক বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেন।
উপজেলার পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহারের সভাপতিত্বে ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসুর সঞ্চালনায় শোক সভায় কমরেড নিজাম উদ্দিনের কর্মজীবনের উপর বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। অতিথিদের মধ্যে কমরেড নিজাম উদ্দিনের কর্মজীবনের উপর আলেচনা করেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, ওয়ার্কাস পার্টি যশোর জেলা শাখার সভাপতি এড. আবু বকর সিদ্দিকী, কেশবপুর সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মছিহুর রহমান, খেলাঘর আসরেরর আহŸায়ক আব্দুল মজিদ, সিপিবি নেতা মফিজুর রহমান নান্নু, প্রয়াত নিজাম উদ্দিনের সহধর্মিনী রহিমা বেগম, ছেলে রবিউল ইসলাম ও মোসলেম উদ্দিন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]