যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ২নং ভেরচী ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা শনিবার সন্ধ্যায় ভেরচী বাজরের মুক্তিসংঘ চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
২নং ভেরচী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ কুমার দে, সাধারণ সম্পাদক গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরীঘোনা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাৎ হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদুর রহমান, ছাত্রলীগনেত্রী রেহেনুমা তাবাসুম ঐশী, প্রভাষক জাহাঙ্গীর ফকির, ইউপি সদস্য মাজাহারুল ইসলাম, গৌরীঘোনা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফারদিন আহম্মেদ শুভ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, ওয়ার্ড আওয়ামী লীগনেতা জাহিদুর রহমান, শফিকুল ইসলাম শফি, খোরশেদ আলম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হাফেজ মতিয়ার রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]