যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে অনলাইনে করোনা টিকাদান রেজিস্ট্রেশন ক্যাম্পেইন শুর“ করেছে। ইউনিয়নে যারা টিকা গ্রহন করার জন্য আগ্রহী তারা এই সেন্টারে এসে নির্বিঘ্নে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। মঙ্গলকোট ইউনিয়নের প্রধান কেন্দ্রস্থল মঙ্গলকোট বাজারে অনলাইনে করোনা টিকাদান রেজিস্ট্রেশন কেন্দ্রটি সোমবার স্থাপন করা হয়েছে।
মঙ্গলকোট ইউনিয়নে ক্যাম্পেইন কার্যক্রমে অংশগ্রহণ করেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোক্তার আলী মোড়ল, যুগ্ন আহবায়ক শেখ আসাদুজ্জামান আসাদ, মঙ্গলকোট ইউনিয়নে আওয়ামী যুবলীগ নেতা ইউসুফ খান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা শেখ আবু সাঈদ, শহীদুজ্জামান শহীদ, রবিউল ইসলাম, ইমরান গাজী প্রমুখ।
কোভিড-১৯ টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে আাসা রামকৃষ্ণপুর গ্রামের মুসলিমা বেগম বলেন, আগে মনে করতাম আমি ভাল মানুষ টিকা দিতে হবে কেন? এখন দেখছি আমার চেয়ে ভাল ভাল মানুষ করোনায় মারা যাচ্ছে। তাই আমি চিন্তা করেছি করোনার টিকা দেব। টিকা দিতে গেলে আবার রেজিষ্ট্রেশন করতে হবে তাই আসলাম স্বেচ্ছাসেবক লীগের রেজিস্ট্রেশন ক্যাম্পে। আমার বাড়ীর আসে পাশে সকলকে বলেছি রেজিস্ট্রেশন করে টিকা নিতে।
মঙ্গলকোট গ্রামের জেহের আলী মোড়ল জানান, আগে ভেবছিলাম করোনার টিকা দিবনা কিন্তু এখন দেখছি প্রতিদিন আড়াই শো'র উপরে ভাল ভাল লোক করোনায় আক্রান্ত হয়ে খুব কষ্ঠ পেয়ে মারা যাচ্ছে। রেজিস্ট্রেশন করতে যেয়ে কিসের সমস্যার কারণে একদিন ফিরে এসেছি। তাই আমার বাড়ীর পাশে সেচ্ছাসেবক লীগের শেখ আবু সাঈদ টিকা দেবার ব্যবস্থা করে দেছে।
কেশবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গফ্ফার জানান, উপজেলার সকল ইউনিয়নে রেজিস্ট্রেশন ক্যাম্পেইনের নির্দেশ দিয়েছি। আমাদের সংগঠনের নিজ উদ্যোগে করোনা টিকা দেওয়ার জন্য প্রচার প্রচারণা করাছি সেই সাথে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে দেওয়া হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]