করোনা মহামারীর হাত থেকে রক্ষা পেতে সারাদেশব্যপি কোভিড-১৯ ক্যাম্পেইন কর্মসূচী ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদে চত্বরে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শনিবার দিনব্যাপী কোভিড-১৯ ক্যাম্পেইন কর্মসূচী পালিত হয়েছে। শুভ উদ্ভোধন করেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন।
কোভিড-১৯ ক্যাম্পেইন কর্মসূচী সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা সেজন্য কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা আলমগীর হোসেন পর্যবেক্ষণে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদে আসেন এবং পর্যবেক্ষণ শেষে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, বিট পুলিশিং কর্মকর্তা এস আই বিপব কুমারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকা দেওয়া কার্যক্রম বিরতিহীন চলে। ইউনিয়নের তিনটি বুথে ৬ শ' টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার জন্য মানুষের যথেষ্ট উৎসাহ দেখা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা দেওয়া হয়েছে। যাদের মাক্স ছিলনা তাদেরকে পরিষদের পক্ষ থেকে মাক্স দেওয়া হয়েছে।
কোভিড-১৯ ক্যাম্পেইন কর্মসূচীর বাস্তবায়ন করতে নিয়োজিত ছিল স্বাস্থ্যকর্মী রওশনারা খাতুন, হাবিবুর রহমান ও আসাদুজ্জামান। সহকারী হিসাবে তিনজন ফ্যামিলিপ্যানিং এবং কয়েকজন ছাত্র সহযোগিতা করেছেন। তাছাড়া ইউপি সদস্য ও গ্রাম পুলিশগণ বাইরে সহযোগিতা করেছেন। বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হয়েছে। যার ফলে রেজিষ্ট্রেশনকৃত অনেকেই টিকা দিতে পারেন নাই। সে কারণে কেন্দ্রে ছিল উপছে পড়া ভীড়।
মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, উৎসব মুখর পরিবেশে নিরাপদ দূরত্ব বজায় রেখে মাক্স পরিধান করে টিকা দিয়েছেন। আমার ইউনিয়নের সচিব মোকলেছুর রহমান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রেজাউল খা, ইউপি সদস্য জহির রায়হান, লুৎফর রহমান, আশরাফ আলীসহ অন্যান্য সদস্যগণ, ৪ টি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা, গ্রাম পুলিশগণ, ভলেন্টিয়ারগণ সুষ্ঠু সুন্দরভাব কোভিড-১৯ ক্যাম্পেইন কর্মসূচীতে অংশগ্রগন করে সফল করায় তাদের ধন্যবাদ জানায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]