যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু বকর আবুর কবর জিয়ারত করেছেন যশোর জেলা বিএনপি, কেশবপুর উপজেলা বিএনপি, কেশবপুর পৌর বিএনপির ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে আবু বকর আবুর কবর জিয়ারতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট সাবুরুল হক সাবু, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা আহŸায়ক কমিটির সদস্য আব্দুস সালাম ও হাজি আনিসুর রহমান মুকুল, কেশবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মশিউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইউপ চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, বিদ্যানন্দকাটি ইউপির সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, পৌর বিএনপি নেতা শেখ শহীদ, আব্দুল হালিম অঁল, উপজেলা বিএনপির নেতা হুমায়ুন কবীর সুমন, যুবনেতা খাইরুল বাশার বাবলু ,শাহ আলম, ইব্রাহিম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা, সিনিয়র যুগ্ন আহবায়ক হাফিজুর, সদস্য আসাদ, হাকিম, রহমান, ছাত্রদলের আহŸায়ক আব্দুল আজিজ, সুজন, রাসেল প্রমুখ।
পরে যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু বকর আবুর পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদ উপহার প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]