মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে তাঁর নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে কেশবপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বিকালে শহরের প্রধান সড়কের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি ওই মানববন্ধনের আয়োজন করে। দৈনিক প্রথমআলো পত্রিকার কেশবপুর প্রতিনিধি দীলিপ মোদকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, সদস্য সচিব কবি খসরু পারভেজ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি রমেশ চন্দ্র দত্ত, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, প্রধান শিক্ষক স্বপন মন্ডল, উদীচীর সভাপতি অনুপম মোদক, অধ্যাপক তাপস মজুমদার, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]