যশোরের কেশবপুরে দিশা সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে আউট-অব-স্কুল চিলড্রেন এ্যাডুকেশন প্রোগ্রাম-এর উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা বুধবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও দিশা সমাজ কল্যাণ সংস্থার উপজেলা প্রোগ্রাম ম্যানেজার এ টি এম আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক বজলুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, আনিসুর রহমান, প্রবীর মিত্র, সহিদুল ইসলাম, প্রভাত কুমার রায় ও হারুন অর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নওশাদ আলী, সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন দিশা সমাজ কল্যাণ সংস্থার প্রেগ্রাম ম্যানেজার কামরুল ইসলাম এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ডেপুটি ম্যানেজার মনিটরিং আমিনুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]