কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সার্বিক তত্ত্বাবধানে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বুধবার সকালে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলামের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে “মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার করি প্রতিশ্রতি” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন ফায়ারসার্ভিস যশোরের ইন্সেপেক্টর আশরাফুল ইসলাম। কেশবপুর পাবলিক ময়দানে ফায়ারসার্ভিসের পক্ষ থেকে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]