সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি: মানবতা জাগ্রত হোক, আলোকিত সমাজ গড়বো মোদের প্রত্যয়, এই শ্লোগান কে সামনে রেখে, যশোরের কেশবপুরে আল হাদিদ ফাউন্ডেশন এর অঙ্গসংগঠন আল হাদিদ ব্লাড ব্যাংক এর সকল সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১ নভেম্বর) বিকেলে রামচন্দ্রপুর ইসলামীয়া দাখিল মাদরাসার একটি ক্লাসরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মাদ ইমরান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
পরিচালক মেহেদি হাসানের সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হারুনার রশিদ। প্রধান অতিথির বক্তৃতা করেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনটির উপদেষ্টা আবু হুরাইরা। অতিথি হিসেবে বক্তৃতা করেন, খেলাঘর আসর কেশবপুর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক সাংবাদিক সোহেল পারভেজ, আলোকিত জুব ও সমাবা কল্যান সংস্থার পরিচালক, গোলাম কিবরিয়া, প্রতিষ্ঠাতা বিশ্বাস জাহিদ হাসান, হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংক এর এ্যডমিন বাবু বিশ্বাস প্রমূখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মাদ ইমরান সমাপনী বক্তৃতায় বলেন, আমাদের মূল উদ্দেশ্য মানুষের বিপদকালীন সময় পাশে থাকা ও সেবা করা। মানুষ যেন আমাদের কাছ থেকে হয়রানি না হয়। প্রয়োজনের সংগঠনের পক্ষ থেকে সার্বিক সুযোগ-সুবিধা দেওয়া হবে। বিশ্বাস করে অসহায়দের পাশে আমরা আছি থাকবো।
মানব সেবার মাধ্যমে আমাদের বিবেককে জাগ্রত করতে সহায়তা করবে। মানব সেবাই আমাদের ধর্ম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com