কেশবপুর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সকল ইউনিয়নে সম্মেলন উপলক্ষে এক মতবিনিময় সভা শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মাষ্টার ইউনূচ আলীর সভাপতিত্বে এবং যুগ্ম-আহŸায়ক মোসলেম উদ্দিন ও পৌর জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক বিশ্বাস মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, যুগ্ম-আহবায়ক জি এম হাসান, আশরাফ আলী, সদস্য আবু বক্কার, শাহাদাৎ হোসেন, ইউনুস আলী, শামছুর রহমান, আবুল কাশেম, আকবার আলী, জাহিদুল ইসলাম, সুবাস বিশ্বাস, জিল্ল্যুর রহমান, আব্দুর রউফ, মশিয়ার খান, কওছার মোড়ল, খোকন প্রমুখ।
মতবিনিময় সভায় ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ভাবে চেয়ারম্যান ও মেম্বর পদে প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহীত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]