বৈধ কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা আইন ২০১৩ এর (৪) ধারা মোতাবেক যশোরের কেশবপুর উপজেলার সন্যাসগাছা মেসার্স হামজা ব্রিক্সে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ৫০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইর“ফা সুলতানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ ভাটায় অভিযান চালায়।
এসময় ভাটার মালিককে না পেয়ে ম্যানেজার তপন চক্রবর্ত্তির কাছে উক্ত ভাটার বৈধ কাগজপত্র দেখতে চান। ভাটার কোন বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাবলে এ্যসিল্যান্ড ইরুফা সুলতানা ভাটার ম্যানেজার তপনকে ৫০ হাজার টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন।
অভিযানকালে ভুমি অফিসের পেশকার ফারূক হোসেনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]