সোহেল পারভেজ, কেশবপুর: যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপনির্বাচনে টিপু সুলতান হাতি প্রতীকে ২২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী মোছাঃ রেহেনা খাতুন ৫১ ভোট পেয়েছে।
শনিবার (৯ মার্চ) সকাল নয়টা হতে বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ইভিএমের মাধ্যমে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের সদস্য পদে এ উপনির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্তীতা করে। তারা হলেন- টিপু সুলতান-হাতি, রেহেনা খাতুন-তালা, আব্বাস আলী-টিউবওয়েল, আলতাফ হোসেন-উটপাখি ও জাকির হোসেন-বৈদ্যুতিক পাখা।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, উপজেলা পরিষদ, ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিরা এ নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়েছেন। মোট ভোটার ১৫৯ জন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্য হয়েছে।
যশোর জেলা পরিষদের উপ-নির্বাচনে ৮ নম্বর কেশবপুরের বে-সরকারি ভোটের ফলাফল মোট ভোটার-১৫৯, কাষ্টিং ভোট-১৫৭, মোট প্রার্থী ৫ জন। ভোটে প্রাপ্ত হয়েছেন মোঃ টিপু সুলতান (হাতি) ৭৩, মোছাঃ রেহেনা খাতুন (তালা) ৫১, মোঃ আব্বাস আলী (টিউবওয়েল) ২৮, জাকির হোসেন (বৈদ্যুতিক পাখা)০৩ ও মোঃ আলতফ হোসেন বিশ্বাস (উটপাখি)০২ ভোট পেয়েছেন।
টিপু সুলতান হাতি প্রতীকে ২২ ভোট বেশি পেয়ে বে-সরকারি বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী মোছাঃ রেহেনা খাতুন ৫১ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডে সদস্য ছিলেন আজিজুল ইসলাম। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরে জেলা পরিষদের এ ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]