যশোরের কেশবপুরে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর লকডাউনের চতুর্থ দিনে সরকারি দিকনির্দেশনা না মানার কারণে রোববার মোটরসাইকেল চালানোর অভিযোগে ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৫ ব্যাক্তির নিকট থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ হাজার ২শ" টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি দিকনির্দেশনা না মানার কারণে রোববার দÊবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটরসাইকেল চালানোর অভিযোগে ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৫ ব্যক্তিকে ২ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন পেশকার বিশ্বজিৎ দত্ত, বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ ডিভিশনের সদস্যসহ পুলিশ প্রশাসন।
অপর দিকে, কেশবপুরে বিভিন্ন হাটবাজারে রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইর“ফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করোনার কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৫ ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]