কঠোর লকডাউনের দ্বিতীয় সপ্তাহ কার্যকরী করতে যশোরের কেশবপুরে করোনার ভয়াবহ পরিস্থতি সামাল দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন প্রশাসন ।
যশোরের কেশবপুরে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর লকডাউনের দ্বিতীয় সপ্তাহ কার্যকর করতে বৃহস্পতিবার প্রথম দিনে উপজেলার বিভিন্ন হাটবাজারে ও গ্রামাঞ্চলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৬ ব্যক্তিকে ৬ হাজার ৫শ' টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি দিকনির্দেশনা না মানার কারণে বৃহস্পতিবার দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ ব্যক্তিকে ৬ হাজার ৫শ' টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় সাথে উপস্থিত ছিলেন পেশকার হায়দার আলী, সেনা সদস্যসহ পুলিশ প্রশাসন।
অন্যদিকে উপজেলা প্রশাসনের পাশাপাশি দিন রাত পরিশ্রম করে চলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন। স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ অব্যাহত রেখেছেন। করোনায় আক্রান্ত ব্যাক্তিদের বাড়ী বাড়ী খাদ্য ও বিনামূল্যে পৌঁছে দেওয়ায় প্রশংসা কুড়িয়েছেন। সাথে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ ডিভিশনের সদস্যগণেরও যথেষ্ঠ ভূমিকা পালন করে চলেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]