সোহেল পারভেজ, কেশবপুর:
যশোরের কেশবপুরে হৈমন্তিক কবিতা উৎসবে গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) এর আয়োজনে ওই অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার হম্মদ শফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান গবেষক, সাহিত্যিক, লেখক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল ফজল।
স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।
নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে বাসাসেস প্রবর্তিত জাতীয় কবি নজরুল পদক-২০২৩ প্রদান করা হয়েছে।
পদক প্রপাপ্তরা হলেন প্রবন্ধ-গবেষণায় অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন, শিক্ষায় অধ্যক্ষ নওয়াব আলী খান (মরণোত্তর), ইতিহাস-ঐতিহ্যে মুহা. আবুল কালাম আজাদ, শিক্ষা ও সংস্কৃতিতে অধ্যাপক হাশেম আলী ফকির, সাংবাদিকতায় জয়দেব চক্রবর্তী ও সামগ্রিক অবদানে অধ্যাপক তাপস মজুমদার।
বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান খান, প্রধান শিক্ষক স্বপন মন্ডল, সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার, কবি তাপস দে, দীপক বসু, মাহমুদুল মামুন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মানব মন্ডল।
অতিথিবৃন্দ ৬ গুণিজনের হাতে সম্মাননা পদক তুলে দেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]