যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছা গ্রামের রয়নাবাজ করোনা ভাইরাস মোকাবেলা কমিটির উদ্যোগে ও উত্তরণ সংস্থার আর্থিক সহযোগিতায় করোনা ভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্থ ৫২ পরিবারে মাঝে সোমবার বিকালে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রয়নাবাজ করোনা ভাইরাস মোকাবেলা কমিটির সভাপতি অধ্যাপক হাশেম আলী ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু দাউদ শেখের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ৫২ পরিবারে মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে চাউল, ২ কেজি করে ডাউল, ২টি করে সাবান ও ২ টি করে মাস্ক বিতরণ করেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরণ প্রতিনিধি মনিরুল ইসলাম ও মুকুল হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল আনাম, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এস এম মাসুদুর রহমান, ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, রয়নাবাজ করোনা ভাইরাস মোকাবেলা কমিটির উপদেষ্টা জিন্নাত ফকির, আনোয়ার হোসেন ফকির, প্রীতিলতা মন্ডল, সহ-সভাপতি ইসমাইল হোসেন ফকির, ক্যাশিয়ার সাদেক হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক রাম মোহন রায়, প্রচার সম্পাদক আবু ইউনুস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাদিক হোসেন গাইন, সদস্য রেজা শেখ প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]