যশোরের কেশবপুর সদর ইউনিয়নের খতিয়াখালি দাসপাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে করোনা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে প্রচারাভিযান ও ফ্রি নিবন্ধন ক্যাম্প দাতা সংস্থা ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি ফারুক হোসেন, ইউপি সদস্য নাজমা খাতুন, ইউপি সদস্য মৃনাল কান্তি দাস, অধ্যাপক বাসেদ আহমেদ, মাখন লাল দাস ও পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে শত-শত নারী পুরুষ নিবন্ধন করে এবং সঙ্গে সঙ্গে তাদের মধ্যে নিবন্ধন কার্ড বিতরণ করা হয়।
বিদ্যানন্দকাটি ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত
যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ভান্ডারখোলা বাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুওে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বি এম ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সহ-সভাপতি ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল গফুর গফ্ফার, বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ব্যাংকার গোপাল চন্দ্র চৌধূরী, সাধারণ সম্পাদক তবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মাষ্টার আবুল কাশেম জমাদ্দার, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা জসিম উদ্দিন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেম্বর রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল, ছাত্রলীগ নেতা খান রকি, হিজলডাঙ্গা কলেজের গভার্নিং বডির সভাপতি সামছুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রাজ্জাক, কালিয়ারি এস বি এল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আজিজুর রহমান, প্রধান শিক্ষক এস এম মুনজূর রহমান, হাড়িয়াঘোপ সাহিত্য পরিষদের সভাপতি বলাই দেবনাথ প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]