যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে করোনায় আক্রান্ত ব্যাক্তির বাড়ী লকডাউন কর হয়।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় চেয়ারম্যান সরেজমিন উপস্থিত থেকে করোনায় আক্রান্ত ব্যাক্তির বাড়ী লকডাউন করেন।
চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের সাবেক ইউপি মেম্বর আব্দুল কাদের বিশ্বাসের স্ত্রী শাহানাজ বেগম (৫৫) করোনায় আক্রান্তের সংবাদ পেলে তিনি বুধবার সকালে ঐ বাড়ীতে লকডাউন করেন।
তিনি জানান, কেশবপুর উপজেলায় মঙ্গলবার ছয়জন করোনায় আক্রান্ত এবং একজন মৃত্যুবরন করেছেন, তার মধ্যে মঙ্গলকোট ইউনিয়নে একজন আক্রান্ত হয়েছেন। লকডাউন কার্যকর করার পাশাপাশি ইউনিয়নের ইউপি সদস্য ও গ্রাম পুলিশগণ মুখে এবং মাইকে সচেতনামূলক প্রচার অব্যাহত রেখেছে। তিনি সকলের সুস্থতা কামনা করেছেন।
এসময় ইউপি সদস্য জহির রায়হানসহ পরিষদের গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]