যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে করোনায় আক্রান্ত ব্যাক্তির বাড়ী লকডাউন করলেন ইউপি সচিব মোকলেছুর রহমান।
মোকলেছুর রহমান জানান, মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামের পীর আলী খানের ছেলে মো: আসলাম খান (৪৫) গত শনিবার করোনা পজিটিভ হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের নির্দেশে ঐ বড়ীতে লকডাউন করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় খাবার ও ঔষধ আক্রান্তের বাড়ীতে পৌঁছে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণ।
তিনি জানান, এ পর্যন্ত মঙ্গলকোট ইউনিয়নে করোনা পজিটিভের সংখ্যা ২২ জন এবং মৃত্যু তিন জন।
বৈশিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন কার্যকর করার পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেনের নির্দেশে ইউপি সদস্য ও গ্রাম পুলিশগণ মুখে এবং মাইকে সচেতনামূলক প্রচার অব্যাহত রেখেছেন।
চেয়ারম্যান মনোয়ার হোসেনে বলেন, আপনাদের মাধ্যমে কেশবপুর উপজেলা ও ইউনিয়নের সকল জনগণকে অনুরোধ করে বলতে চাই সকলেকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে না এসে, নিরাপদে থেকে, সামাজিক দূরত্ব বজায় রেখে সাস্থবিধি মনে সরকারি নির্দেশনা মনে সকলের সুস্থ্যতা কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]