যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালী গ্রামে করোনায় মৃত ব্যাক্তির ভাইয়ের বাড়ী লকডাউন করলেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন।
শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, মাগুরখালী গ্রামের অজিত মল্লিকের ছেলে প্রবীর মল্লিক (৩৫) শনিবার করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি যশোর বসবাস করতেন। হঠাৎ শরীর অসুস্থ হলে যশোর সদর হাসপাতালে ভর্তি হয়ে সেখান থেকে ছাড়পত্র নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে করোনা পজেটিভ ধরা পড়ে। গত শনবার সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা হাসপাতালে মারা যান। পার্শবর্তী শ্মশানে তাকে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।
তিনি আরও জানান, মৃত প্রবীর মল্লিকের ভাই সমীর মল্লিক করোনায় আক্রান্ত সন্ধেহে গত বৃহস্পতিবার তার বাড়ী লাল পতকা টানিয়ে লকডাউন করা হয়। এবং ওই পরিবারটির মাঝে ৩০ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ টি সাবান, ২ বোতল জীবাণুমুক্তকারী হ্যান্ড রাব, তরিতরকারি সহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন জানান, মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালী গ্রামে করোনায় মৃত প্রবীর মল্লিকের ভাই সমীর মল্লিক শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিবেন।
লকডাউন ও খাদ্য সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের মেম্বর লুফর রহমান, মেম্বার জহির রায়হান, যুবলীগ নেতা মাহাবুবুর রহমানসহ গ্রামপুলিশগন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]