যশোরের কেশবপুর উপজেলার শাহাপুরে সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, সৌমিত্র সরকার, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান বিন ইসলাম, সরিষা চাষী আব্দুল মালেক ও শ্যাম সুন্দর মল্লিক।
মাঠ দিবসের আগে জেলা প্রশাসকসহ কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা সরিষা ক্ষেত, ক্ষেতের পাশে স্থাপন করা মৌ বাক্স পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসকসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা শাহাপুর মাঠের ৫০০ বিঘা জমিতে সরিষা উৎপাদনকারী কৃষকদের প্রশংসা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]