শনিবার, আগস্ট ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে কয়েক দিনের ভারী বৃষ্টিতে পানিবন্দি দুই শতাধিক পরিবার

যশোরের কেশবপুরে কয়েক দিনের টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই শতাধিক পরিবারের মানুষ। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে নিন্মাঞ্চল প্লাবিত হয়ে মানুষের বাড়িতে পানি ঢুকে উপজেলার ভান্ডারখোলা, চুয়াডাঙ্গা, মধ্যকুল ও আলতাপোল গ্রামের দুই শতাধিক পরিবারের প্রায় সহস্রাধিক মানুষ মানবেতর জীবন-যাপন করছে।

পানি নিষ্কাশিত না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে তারা। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় গৃহবধূদের রান্নাবান্নায়ও পড়তে হয়েছে ভোগান্তিতে। পানির ভেতর কাজকর্ম করতে গিয়ে ইতিমধ্যেই মানুষের হাত পায়ে চুলকানি শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগ ধারণা করছে, পানিবন্দি এলাকাগুলোতে ডেগুর প্রভাব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে জানাগেছে, অপরিকল্পিত মাছের ঘের তৈরীর কারণে পানি নিষ্কাশিত হতে না পারায় পানি বৃদ্ধি পেয়ে মানুষের বাড়ি ঘরে উঠে এসেছে। এ কারণে পানিবন্দি মানুষের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। পানিবন্দি ওই এলাকার গৃহবধূ রিমা খাতুন বলেন, পানি তাদের রান্নাঘরে ঢুকে পড়ায় বড় ঘরের বারান্দায় আলো চুলা তৈরি করে রান্না করতে হচ্ছে।

চুয়াডাঙ্গা গ্রামের নয়ন অধিকারী বলেন, দীর্ঘ বছর পর আবারও তাদের পানিবন্দি হয়ে পড়তে হয়েছে। পানিতে শাকসবজি, গাছ-গাছালি নষ্ট হয়ে যাচ্ছে। ওই এলাকার ঈদগাহ মাঠ ও এতিমখানার মাঠও পানিতে তলিয়ে রয়েছে। ভুক্তভোগী রজব আলী বলেন, এলাকায় অপরিকল্পিত মাছের ঘের গড়ে ওঠায় বৃষ্টির পানি ঠিকমতো নিষ্কাশিত হতে পারে না।

সামান্য বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, বৃষ্টির পানি বের হতে না পেরে ওই এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, পানিবন্দি এলাকায় ডেগুর পাশাপাশি পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, খবর পেয়ে পানিবন্দি এলাকা পরিদর্শন করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, যশোর-চুকনগর সড়কের যে স্থান দিয়ে পাইপের মাধ্যমে ওই এলাকার পানি নিষ্কাশিত হতো সেটি আগে থেকেই নষ্ট হয়ে ছিল। দ্রুত ওই স্থানে একটি স্টিলের পাইপ স্থাপন করে পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় নিখোঁজের পরদিন ডোবা থেকে যুবকের লা*শ উদ্ধার

এম ওসমান: যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর ডোবা থেকে খায়রুল ইসলামবিস্তারিত পড়ুন

মনিরামপুরে প্রাইভেটকারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মেয়ের মৃ*ত্যু, বাবা-মাসহ আহ*ত-৩

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের আরোহী ইফা (১৩)বিস্তারিত পড়ুন

বাঁচতে চান মনিরামপুরের হান্নান, সহযোগিতার আহবান

হেলাল উদ্দিন: অতিদরিদ্র আব্দুল হান্নান (২৭), পিতা- দেলোয়ার হোসেন, গ্রাম+ডাক- হেলাঞ্চী, মনিরামপুর,বিস্তারিত পড়ুন

  • শার্শায় চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসি রবিউলের
  • শার্শায় আলু চাষে উদ্বুদ্ধকরণ সভা
  • যশোরের শার্শায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • শার্শার বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • যশোরের মনিরামপুরে যুবকের আ*ত্ম*হ*ত্যা
  • শার্শায় দেবরের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভাবি
  • তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
  • শার্শায় মৎস্য উৎপাদনে অবদান: ক্রেস্ট পেলেন কুদ্দুস আলী বিশ্বাস
  • শার্শায় মৎস্য উৎপাদনে ভূমিকা রাখায় সম্মাননা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস
  • যশোরের রাজগঞ্জে ৮৩ ব্যাচের ক্ষুদ্র মিলন মেলা
  • যশোরের শার্শা সীমান্তে ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন!