বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কেশবপুর উপজেলার আয়োজনে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি ৩য় পর্যায়ের আওতাভুক্ত গ্রাম কর্মীদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ বুধবার কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসিমা সাদেকের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্রের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. মো. আলফাজ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক মোক্তার হোসেন, বিআরডিবি যশোরের উপ-পরিচালক তপন কুমার মন্ডল, বিআরডিবি সাতক্ষীরার উপ-পরিচালক আব্দুল আলীম ও বিআরডিবি ঢাকার হিসাবরক্ষণ কর্মকর্তা আমজাদ হোসেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মেহেদী হাসান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]