যশোরের কেশবপুরে চাঁদা দিতে অস্বীকার করায় মারপিট ও মালামাল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ব্যবসায়ী মিন্টু ঘোষ বাদী হয়ে বুধবার সকালে কেশবপুর থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের মৃত দীলিপ ঘোষের ছেলে মিন্টু ঘোষের রুপদিয়া বাজারে সাতক্ষীরা ঘোষ ডেয়ারী নামে মিষ্টির দোকান আছে। সাতক্ষীরা থেকে মিষ্টি ও দই তৈরির জন্য কাঁচা দুধ ও দুধের ছানা উপজেলার সরসকাটী বাজার হয়ে নসিমন যোগে রুবদিয়া বাজারে আনা হয়। হঠাৎ করে উপজেলার বরনডালী গ্রামের লিটন গাজী ও ইসলাম গাজী বলে সরসকাটী বাজার হয়ে মালামাল বহন করতে হলে প্রতি মাসে ২ হাজার টাকা চাঁদা দিতে হবে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা দেখে নেয়ার হুমকি দেয়।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা থেকে নসিমন চালক (কর্মচারী) কামরুল গাজী দোকানের মিষ্টি ও দই তৈরির জন্য কাঁচা দুধ ও দুধের ছানা নিয়ে দোকানে আসার পথে সরসকাটী ব্রীজের মাথায় বরনডালী গ্রামের ইসলাম আলী গাজীর ছেলে লিটন গাজী ও ইসলাম গাজী সহ অজ্ঞাতনামা আরও একজন তার গতিরোধ করে। এসময় গতিরোধ করার কারণ জিজ্ঞাসা করলে তারা ২ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজরা ভ্যান চালককে মারপিট ও নসিমনে থাকা দোকানের মিষ্টি ও দই তৈরির জন্য কাঁচা দুধ ও দুধের ছানা নষ্ট করে দেয়।
এ ব্যাপারে লিটন গাজী বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। অহেতুক হয়রানি করার জন্য এ অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]