যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মঙ্গলবার বিকালে সাতবাড়িয়া ইউনিয়নে কোভিট-১৯ লকডাউনের কারণে ক্ষতিগ্রস্থ নিন্ম আয়ের ১ শত ৭০ জন চায়ের দোকানীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা চাউল, ডাউল ও তেল বিতরণ করা হয়েছে।
সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন দফাদারের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে সাতবাড়িয়া ইউনিয়নে কোভিট-১৯ লকডাউনের কারণে ক্ষতিগ্রস্থ নিন্ম আয়ের ১ শত ৭০ জন চায়ের দোকানীদের মাঝে ১০ কেজি করে চাউল, ১ কেজি করে মুসরীর ডাউল ও ২ লিটার করে তেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এসময় সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]