যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা ও সুজাপুর দুই গ্রামে নিচু এলাকা জলাবদ্ধতার ফলে পৌর কারিগরি কলেজের রাস্তাটি পানিতে তলিয়ে গেছে। এছাড়া বসবাসকারী সাধারণ পরিবারগুলো চরম ঝুঁকিতে। এ সমস্য থেকে পরিত্রাণ পেতে পৌর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক সমাজ সেবক আবুল কালাম আজাদ নিজে এগিয়ে আসেন।
রোববার দুপুরে বালিয়াডাঙ্গা ও সুজাপুর গ্রামের মধ্যে বহমান খালটির মধ্যে অবৈধ পাটা দেওয়ার ফলে জলস্রোতের ব্যাহত হচ্ছে। ফলে পৌর কারিগরি কলেজের রাস্তাটি পানিতে তলিয়ে গেছে।
এছাড়াও বসবাসকারী সাধারণ পরিবারগুলো ঝুঁকির মধ্যে বসবাস করছে দেখে, স্থানীয় লোকজন নিয়ে পাটা ও কচুরিপানা অপসরণের কাজে লেগে যান আবুল কালাম আজাদ। কচুরিপানা অপসরণ করায় জলস্রোত বৃদ্ধি পেয়ে পানি সরতে শুরু করেছে।
এবিষয়ে পৌর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, মানবতার মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে, তাই আজ বসে থাকার সময় নয় সকলের সহযোগিতায় আমরা সফল হবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক তাজউদ্দীন আহমেদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]