সোহেল পারভেজ, কেশবপুর (যশোর): ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ -শীর্ষক স্লোগানে যশোরের কেশবপুরে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪।
এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলা পরিষদের পকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায় সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, ৯০ যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম এমপি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার সাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সাহা, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উদ্যোগতা মৎস্য চাষী মহ্সিন আলী, রজব আলী প্রমুখ।
আরোও উপস্থিত ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, গণমাধ্যমকর্মী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মৎস্য চাষীগন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।
এসময় উপজেলার ৩জন সফল মৎস্য চাষীকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]