যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, কেশবপুর থানার তদন্ত ওসি ওহিদ, কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, নিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজিব সাহা, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ, বিআরডিবি অফিসার আজমল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ, শিক্ষক প্রবীর সরকার প্রমুখ।
সভায় স্বাস্থ্যবিধি মেনে সরকারী নির্দেশনা অনুযায়ী জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]