যশোরের কেশবপুরে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেশবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক ফজলে রাব্বী, সহকারী উপ-পরিদর্শক শ্যামল সরকার ও শফিকুল ইসলাম সোমবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার চিংড়া পশ্চিম পাড়া এলাকা থেকে বিষ্ণুপুর গ্রামের মাদক ব্যবসায়ী মতিনুর রহমান এবং চিংড়া গ্রামের জাহিদুল ইসলামকে (৩৭) আটক করে।
এ সময় তাদের কাছে থাকা পৃথক বাজার করা ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে যশোর জেলা ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক শ্যামল সরকার বলেন, তিনি বাদি হয়ে মঙ্গলবার ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]