তীব্র গরমে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ডায়রিয়ায় আক্রান্তদের অধিকাংশই শিশু।যশোরের কেশবপুরে তীব্র গরমে ডায়রিয়া শুরু হয়েছে। ডায়রিয়ায় আক্রান্তদের অধিকাংশই শিশু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। এর মধ্যে রয়েছে ৫ জন শিশু ও ২ জন নারী। তীব্র গরমের কারণে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি পল্লী চিকিৎসকেরাও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছেন। স্বাস্থ্য সহকারীরা বাড়ি বাড়ি ডায়রিয়া সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীরা হলেন- উপজেলার হিজলডাঙ্গা গ্রামের ৯ মাস বয়সী মেয়ে হুমায়রা খাতুন পিতা মনিরুল ইসলাম, জাহানপুর গ্রামের প্রতাপ দাস (১০) পিতা অশোক দাস, নাগোরঘোপ গ্রামের ৮ মাস বয়সী ছেলে পারভেজ পিতা জহিরুল, মজিদপুর গ্রামের মুসলিমা বেগম (২৪) স্বামী বশির আহমেদ, জামলগঞ্জ গ্রামের আলেয়া বেগম (২৫) স্বামী শহিদুল ইসলাম। কাঁকবাধাল গ্রামের রিমি খাতুন (৪) পিতা আতিয়ার রহমান।
এছাড়াও উপজেলার বিভিন্ন ফার্মেসীর পল্লী চিকিৎসকগন বলেন, তারা প্রতিদিনই ডায়রিয়ার আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, ৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এর মধ্যে ৫ জন শিশু ও ২ জন নারী রয়েছে। পর্যাপ্ত স্যালাইনসহ ডায়রিয়ার হাসপাতালে রয়েছে। এছাড়াও স্বাস্থ্য সহকারীরা বাড়ি বাড়ি পৌঁছে ডায়রিয়া সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। হঠাৎ করে প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]