সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধিঃ যশোেরের কেশবপুরে দুই সাজাপ্রাপ্ত আসামিসহ ছ'জনকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ।
গত মঙ্গলবার অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ছয়জনকে গ্রেফতার করে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমের নির্দেশনায় গত মঙ্গলবার রাতে উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম, আবুল হোসেন, শামীম হোসাইন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক রাসেল মাহমুদ, রতন কুমার পাল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার সুজাপুর গ্রামের মৃত আফসার উদ্দীনের ছেলে আব্দুর রহিম (৪৭) ও ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি গড়ভাঙ্গা গ্রামের মৃত কালিদাস দাশ চন্দ্রের ছেলে স্বপন কুমার চন্দ্র (৫৮) এবং আদালতের ওয়ারেন্টভুক্ত বুড়লী গ্রামের শহিদুল সরদারের ছেলে নয়ন সরদার (১৭), বালিয়াডাঙ্গা গ্রামের তুলশী চন্দ্রের ছেলে তাপস কুমার চন্দ্র (৪৫) কে গ্রেফতার করে।
অপরদিকে, উপ-পুলিশ পরিদর্শক গোরাচাঁদ দাস সঙ্গীয় ফোর্স নিয়ে একই রাতে পাঁজিয়া এলাকায় অভিযান চালিয়ে যশোর জেলার কোতোয়ালি থানার খড়কী সার্কিটহাউজ পাড়ার আয়ুব আলীর ছেলে শাকিল আহমেদ (২৪) কে ২১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে এবং সন্দিগ্ধ কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের স্বদেশ ব্যানার্জীর ছেলে পলাশ ব্যানার্জী (৩২) কে গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ২ আসামিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]