যশোরের কেশবপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ শনিবার সকালে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান (বিপিএম)।
পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে ও বিট অফিসার এসআই তাপস কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শারফুদ্দীন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহম্মেদ খান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, তদন্ত ওসি ওহেদুজ্জামান ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, শিক্ষিকা রীতা চক্রবর্তী, কবি পার্থ সারথী রায় চৌধুরী, প্রভাষক আলী আব্বাস, ইউপি সদস্য সম্ভুনাথ বসু, মহিলা আওয়ামী লীগের সালেহা বেগম, কুলসুম বেগম, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমুল হুসাইন প্রমুখ।
১১টি বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন
যশোরের কেশবপুর পৌরসভা-সহ ১১টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন এবং নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী আলোচনা সভা শনিবার করা হয়েছে।
পৌরসভার কনফারেন্স রুমে বিট পুলিশ এস আই আব্দুল আজিজের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে পৌর সভার বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, মশিয়ার রহমান, মফিজুর রহমান খান, জাকির হোসেন, মনিরা খানম, মেহেরুন নেছা মেরী, পৌর আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন মিন্টু, রমজান আলী, জাহাঙ্গীর আলম, জালাল উদ্দীন, হাবিবুর রহমান হাবিব, আব্দুর রাজ্জাক, বজলুর রহমান, সৈয়দ আকমল আলী, মদন সাহা অপু, আবুল কালাম আজাদ, তরিকুল ইসলাম, আব্দুল হালিম প্রমুখ।
অনুরূপ ভাবে উপজেলার ১১টি ইউনিয়নেও বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]