যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্পের আওতায় একই সাথে ধানকাটা ও ধান ঝাড়ার কম্বাইন হারর্ভেস্টার হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আবেদীন গ্রুপের কুবোতা মডেলের কম্বাইন হারর্ভেস্টার ১৪ লাখ টাকা ভর্তুকিতে উপজেলার চাঁদড়া গ্রামের ফারুক হোসেনের নিকট হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, আবেদীন গ্রুপের কর্মকর্তা কৃষিবিদ কামরুজ্জামান, হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]