যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দক্ষিণ পাশে বসুন্তিয়া মৌজায় শুক্রবার সকালে আজিজুর রহমানের ধানের পাতা ক্ষেত থেকে ইদ্রিস আলী (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশের মাথায় ও মুখে ক্ষতের চিহ্ন ছিল। সে ভ্যান চালক ছিলো বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভ্যান চালক ইদ্রিস আলী উপজেলার মজিতপুর ইউনিয়নের শ্রীফলা গ্রামের সাহাবুদ্দীন সরদারের ছোট ছেলে।
ইদ্রিস আলীর মা ফতেমা বেগম জানান, বৃহস্পতিবার বিকালে ভাড়া খাটার উদ্যেশে বাড়ী থেকে বের হয়ে এসে আর ফেরেনি।
মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পূর্বে এবং মঙ্গলকোট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দক্ষিণ পাশে বসুন্তিয়া মৌজায় শুক্রবার সকালে আজিজুর রহমানের জমিতে (সাবেক ইটের ভাটা) আলু তুলতে এসে শ্রমিকরা এ দৃশ্য দেখতে পান। পরে থানার এসআই ফজলে রাব্বি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
এসআই ফজলে রাব্বি জানান, তার পকেটে শুধুমাত্র ২৩০ টাকা পাওয়া গেছে। চালকের ভ্যান গাড়ীর কোন খোঁজ পাওয়া যায়নি।
ওসি জসিম উদ্দীন ঘটাস্থল পরিদর্শন করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
উল্লেখ্য, গত বছর ভ্যান চালক শাহিন নামে মঙ্গলকোটের ১১ বছরের একটি ছেলেকে একইভাব জখম করে ফেলে রেখে গিয়েছিলো অজ্ঞাতরা। প্রধানমন্ত্রীর সহায়তায় সুস্থ্য হয়ে বাড়ী ফিরলেও সে এখন প্রতিবন্ধী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]